এইমাত্র
  • গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • বিজিবির শক্ত অবস্থানে বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিএসএফ: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • 'আমরা তো সবে বৈষম্যবিরোধী আন্দোলন করলাম!' বিয়ের প্রশ্নে ফারিয়া
  • সাকিব-লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা
  • ঢাকার বাতাস আজ খানিকটা উন্নতি, শীর্ষে কলকাতা
  • কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
  • টিউলিপের উচিত ক্ষমা চাওয়া, বললেন ড. ইউনূস
  • আ.লীগের আমলে করা এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে ইসি
  • প্রাথমিকে মৌলিক সাক্ষরতা অর্জন নিশ্চিত করা জরুরি: গণশিক্ষা উপদেষ্টা
  • চানখারপুলে গণহত্যা: আসামি কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে
  • আজ রবিবার, ২৯ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১০:১১ এএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১০:১১ এএম

    শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১০:১১ এএম

    মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    তরিকুল ইসলাম (৪০) শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।তিনি উপজেলার দেওলভোগ গ্রামের আবদুল মান্না বেপারীর ছেলে।

    অন্যদিকে পেশীশক্তি প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য কাজে বাঁধা দেয়ার সুস্পষ্ট অভিযোগে শনিবার সন্ধ্যায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তরিকুল ইসলামকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকেও বহিষ্কার করা হয়।

    গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার পরিদর্শক তদন্ত আজাদ রহমান। তিনি বলেন, গত শুক্রবার আসামি তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার পরে তরিকুলসহ অন্যান্যদেরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছিলো। শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তরিকুল তার বাড়িতে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি তরিকুল বর্তমানে শ্রীনগর থানা হাজতে রয়েছেন।

    এর আগে একটি মারামারির ঘটনায় গত ১৯ নভেম্বর শ্রীনগর থানায় একটি মামলা তরিকুল ইসলামকে আসামি করা হয়। সে মামলায় গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সেদিন রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ নেতা-কর্মী থানা প্রাঙ্গণে জড়ো হন। সেখানে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে রাত ১০টার দিকে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দিয়ে জোর করে আসামি তরিকুলকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…