ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকে অনেকটাই অনিয়মিত এখন তিনি। শোবিজে আগের মতো দেখা যায় না তাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। হরহামেশাই নিজের আনন্দ ও ক্ষোভের নানা বিষয় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন এ অভিনেত্রী।
সম্প্রতি অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবীর বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। বিয়ের পুরো আয়োজনজুড়ে তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার ফেসবুক পেজে বান্ধবীর বিয়ের ছবি শেয়ার করেন। এরপর ভক্তরা তাকে নিয়ে মজার প্রশ্ন করতে শুরু করেন।
তাজিম আহমেদ নামে একজন লিখেছেন, 'এবার একটা বিয়ে করেন, এখন আপনার সিরিয়াল।' ফারিয়া মজার ছলে জবাব দেন, 'ভাই, আমি ২০১৯ সালেই বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ!'
এক ভক্ত হোসেন চৌধুরী জানতে চান, 'আপনার বিয়ের ছবি কবে আপলোড হবে?' উত্তরে ফারিয়া বলেন, 'একজন মানুষ কতবার বিয়ের ছবি আপলোড করবে? একবার তো দিয়েছি! দেখুন, কারো তো একবারও বিয়ে হচ্ছে না! আমি যদি একাধিক বিয়ের ছবি দেই, তাহলে বৈষম্য হবে না? আমরা তো সবে বৈষম্যবিরোধী আন্দোলন করলাম!'
ফারিয়ার এই রসবোধ ভক্তদের মন জয় করেছে। সামাজিক মাধ্যমে তার মন্তব্যের স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
অভিনেত্রী শবনম ফারিয়া ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রেমের সম্পর্ক থেকে হারুনুর রশীদ অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে সে সংসার টিকেছিল মাত্র ১ বছর ৯ মাস। বিচ্ছেদের পর অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের গুঞ্জন চাউর হয়। শোনা গিয়েছিল গোপন বিয়ের কথাও। তবে ফারিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং পুরো বিষয়টি নিয়ে নীরব ছিলেন।
এদিকে যার সঙ্গে তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল, তাকেও আর ফারিয়ার পাশে দেখা যায়নি । সম্প্রতি অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবীর বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। বিয়ের পুরো আয়োজনজুড়ে তার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার ফেসবুক পেজে বান্ধবীর বিয়ের ছবি শেয়ার করেন। এরপর ভক্তরা তাকে নিয়ে মজার প্রশ্ন করতে শুরু করেন।