এইমাত্র
  • মোবাইল-ইন্টারনেট সেবায় ভ্যাট প্রত্যাহার না করলে এনবিআর ঘেরাও
  • পররাষ্ট্রস‌চিবের দপ্তরে ভারতীয় হাইক‌মিশনারকে ডেকেছে সরকার
  • কালুখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন
  • ৫ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদল
  • প্রেম করে বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী
  • গাজায় ইসরায়েলি হামলায় ৭০৮ জন ক্রীড়াবিদ নিহত
  • রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
  • সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না ইসি
  • পেশাদারিত্ব দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: অতিরিক্ত আইজি মতিউর
  • কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত
  • আজ রবিবার, ২৯ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫
    খেলা

    সাকিব-লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম

    সাকিব-লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম

    তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার। বাকি ছিলেন সাকিব আল হাসান, তিনি গতকাল রাতেই বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছেন। বোলিং নিষেধাজ্ঞা পেয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাচ্ছে না সেটি নিশ্চিত হয়ে যায়। কারণ শুধু ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়ার সম্ভাবনা কম, সেটি আন্দাজ করা গিয়েছিল আগেই।

    এদিকে অফফর্মের কারণে লিটন দাসের বাদ পড়ার গুঞ্জনও ছিল আগে থেকে। এবার সেটাই সত্যি হলো, সাকিব-লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করা করেছে বিসিবি। কারণ, ওয়ানডেতে সবশেষ ৫ ম্যাচের মধ্যে তিনবার আউট হয়েছেন শূন্য রানে। অফফর্মে থাকা লিটনকে শেষ পর্যন্ত বাদ দিয়েই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওপেনিংয়ের জন্য রাখা হয়েছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম আর তরুণ পারভেজ হোসেন ইমনকে। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই উদ্বোধনী জুটি গড়েছিলেন তানজিদ তামিম ও সৌম্য। দুজনেই একটি করে ফিফটি করেছিলেন।

    দলের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। তামিম, সাকিব না থাকলেও দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ।

    আজকের (১২ জানুয়ারি) মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেধে দিয়েছিল আইসিসি। এদিন দুপুরেই এক সংবাদ সম্মেলনে বিসিবি এক বিজ্ঞপ্তিতে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। লিটনের পরিবর্তে এসেছেন পারভেজ হোসেন ইমন। টপ অর্ডারে বিজয়ের সঙ্গে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। যথারীতি ৮ দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।

    চ্যাম্পিয়নস ট্রফিতে মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে থাকছেন জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়ের মতো তরুণেরা। মাহমুদউল্লাহ সবশেষ চার ম্যাচের চারটিতেই ফিফটি করেছেন। জাকের যে ফিনিশার হিসেবে কতটা কার্যকরী, সেটা গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখিয়েছেন।

    চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল

    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…