এইমাত্র
  • পররাষ্ট্রস‌চিবের দপ্তরে ভারতীয় হাইক‌মিশনারকে ডেকেছে সরকার
  • কালুখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন
  • ৫ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদল
  • প্রেম করে বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী
  • গাজায় ইসরায়েলি হামলায় ৭০৮ জন ক্রীড়াবিদ নিহত
  • রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
  • সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না ইসি
  • পেশাদারিত্ব দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: অতিরিক্ত আইজি মতিউর
  • কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত
  • রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
  • আজ রবিবার, ২৯ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫
    জাতীয়

    টিউলিপের উচিত ক্ষমা চাওয়া, বললেন ড. ইউনূস

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম

    টিউলিপের উচিত ক্ষমা চাওয়া, বললেন ড. ইউনূস

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক।

    এবার সেই ইস্যুতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

    গত বৃহস্পতিবার ঢাকায় সরকারি বাসভবন যমুনায় প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসকে তিনি বলেছেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে তাঁকে (টিউলিপ) ও তাঁর পরিবারকে দেওয়া সম্পত্তি ভোগ করার জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। এ সময় তিনি আরও বলেন,“লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে, সেটির তদন্ত করা উচিত। যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি “ডাকাতির’ মাধ্যমে পেয়েছেন, তাহলে এটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত।”

    অপরদিকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপকে ব্রিটিশ এ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দল।

    টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ। টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য, তিনি ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। কিন্তু তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।

    টিউলিপের বরখাস্তের দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেছেন: “কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন”।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…