সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবাসহ মোফাজ্জল হোসেন (৩৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। মোফাজ্জল হোসেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন গ্রামের মো. আব্দুছ ছাত্তার এর ছেলে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর রাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকায় আটক করে।
বিজিবি জানায়, টেকেরঘাট বিওপি টহল দল ভোর রাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকায় অভিযান চালিয়ে ১৮২ পিস ভারতীয় ইয়াবা, ১টি মোটর সাইকেল, গ্রামীণ সিমসহ ১টি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ৪ হাজার ৮শ ৩০ টাকাসহ মোফাজ্জল হোসেনকে আটক করে।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, আটক মোফাজ্জল হোসেনকে তাহিয়পুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি সহ অভিযান অব্যাহত রয়েছে।
এআই