কক্সবাজারের চকরিয়ায় মসজিদের বাথরুম থেকে নুরুল ইসলাম (৬২) নামে এক মুসল্লির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চকরিয়া থানা সেন্টার মসজিদে এ ঘটনা ঘটে।
মুসল্লীরা জানান, নুরুল ইসলাম এশার নামাজ পড়ার জন্য থানা মসজিদে আসে। পেস্রাব করার জন্য মুসল্লী নুরুল ইসলাম বাথরুমে গেলে তার মৃত্যু হয়। মুসল্লীগনদের ধারণা স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়।
মৃত নুরুল ইসলাম চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড পশ্চিম বাটাখালী এলাকার আবদুল হাকিমের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, বাথরুম সারতে গিয়ে স্ট্রোক করে মারা যেতে পারে ওই মুসল্লি। মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।