ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কাঁচপুর অংশে ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৬টা থেকে যানজট দেখা দেয়। এতে করে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
জানা যায়, মহাসড়কের ঢাকাগামী লেনের দশতলার সামনে একটি মালবাহী কাভার্ডভ্যান উল্টে পড়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে মহাসড়কের একই স্থানে গাড়িটি রয়েছে বলে জানান পথচারী ও যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা তারা মিয়া বলেন, সকাল ছয়টার দিকে মালবাহী একটি গাড়ি উল্টে মহাসড়কে পড়ে থাকার কারণে যানজট সৃষ্টি হয়, চার থেকে পাঁচ ঘন্টা পর হাইওয়ে পুলিশ এসে গাড়িটি সরিয়ে নেওয়ার পর যানজট স্বাভাবিক হয়।
যানজটে আটকেপড়া একাধিক চালক বলেন, সকালে হঠাৎ একটি গাড়ি উল্টে সড়ক বন্ধ করে দেয়। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী সময়ের কন্ঠস্বরকে জানান, সকালে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান উল্টে মহাসড়কে পড়ে যায়, এতে যানজটের যানজটের সৃষ্টি হয়। উল্টে যাওয়া গাড়িটি সরিয়ে ফেলেছি। এখন যানজট থাকবেনা বলে জানান তিনি।