এইমাত্র
  • ধ্বংসস্তূপে বসে গাজাবাসীর শেষ বাক্য: ‘এবার বাঁচার আশা নেই’
  • সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার
  • অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক
  • গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের
  • ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু
  • বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক
  • বাউফলে ট্রলির ধাক্কায় যুবক নিহত
  • সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম
  • ওয়াকফ বিল ভারতকে মুসলিম শূণ্য করার গভীর চক্রান্ত: চরমোনাই পীর
  • এবার ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল
  • আজ সোমবার, ২৩ চৈত্র, ১৪৩১ | ৭ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    পুঠিয়ায় ইউএনওর বাজার মনিটরিং, হাট ইজারাদারকে জরিমানা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

    পুঠিয়ায় ইউএনওর বাজার মনিটরিং, হাট ইজারাদারকে জরিমানা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

    রাজশাহীর পুঠিয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

    মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ দিকে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বানেশ্বর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম নূর হোসেন নির্ঝর। এ সময় বানেশ্বর হাটে ছাগল বেচা-কেনায় অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    মনিটরিং কার্যক্রমের সময় হাট-বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস, চালসহ বিভিন্ন দ্রব্যমূল্যের দাম যাচাই, পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রশীদ ও মুনাফার হার তদারকি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, কে, এম, নূর হোসেন নির্ঝর।

    তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, রমজান মাসে কোনো ব্যবসায়ী যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ায়, তা কঠোরভাবে নজরদারি করা হবে। কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং অভিযানে উপস্থিত ছিলেন- স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাসহ বণিক সমিতির সদস্যবৃন্দ, বানেশ্বর হাট ইজারাদারের প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল প্রমুখ।

    দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করে ইউএনও একেএম নূর হোসেন নির্ঝর সাংবাদিকদের বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে এই বাজার মনিটরিং কার্যক্রম। রমজান মাসজুড়ে এই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    এ দিকে বানেশ্বর বাজার কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজান মাসে ক্রেতাদের সুবিধার জন্য বাজার নিয়ন্ত্রণের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। তারা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ন্যায্যমূল্য বজায় রেখে ব্যবসা পরিচালনা করুন।

    রমজান মাসে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তারা বলেন, রমজানে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে দেয়। প্রশাসনের এই নজরদারি থাকলে সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারবে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…