দিনাজপুরের বিরামপুরে খানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে কুর্শাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল রানার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির নেতা ও খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান হাকিমের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার এবং দেশবাসীর জন্য দোয়া পরিচালনা করা হয়।
এছাড়া, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এনআই