জামালপুরের সরিষাবাড়ীতে রাওদাতুল আত্ফাল একাডেমী মাদ্রাসার ১০ বছর দুই (ছেলে) শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
শনিবার (১৫ মার্চ) রাতে পৌরসভার সাতপোয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক বজলুর রহমানকে (২৮) ঐ প্রতিষ্ঠান থেকে রাতেই আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, ‘অভিযুক্ত শিক্ষক সিরাজগঞ্জ জেলার হরিপুর উপজেলার বজ্ররা গ্রামের মোহাম্মদ আলীর সন্তান। সে সরিষাবাড়ির রাওদাতুল আত্ফাল একাডেমী মাদ্রাসার (হিফয বিভাগের) সহকারি শিক্ষক। দীর্ঘ ২ মাস যাবত শিক্ষক ঐ দুইজন ছাত্রকে বলাৎকার করে আসছেন। পরে শনিবার দিনে ঐ ছাত্র তার পরিবারে লোকজনকে বলাৎকারের বিষয়টি জানান। পরে ঐ শিক্ষার্থীর অভিভাবক সন্ধ্যায় শিক্ষকের কাছে বিষয়টি জানতে যায়। পরে শুরু হয় হট্টগোল। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে উত্তেজিত হয়ে পুলিশে খবর দেয়।
এদিকে অভিযুক্ত শিক্ষক সহ প্রতিষ্ঠানে সকল শিক্ষক জনতার তোপের মুখে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযুক্ত শিক্ষককে রাতে সাড়ে ৯টার দিকে আটক করে থানায় নিয়ে আসে।
ছাত্রের মা বলেন, ‘আমার সন্তানের সাথে দুই মাস ধরে শিক্ষক এই ধরনের খারাপ কাজ করে আসছিল। কিন্তু আজ সে বিষয়টি প্রকাশ করেছে ছেলে। ছেলেকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য আরেক ছেলের সাথেও সে এই কাজ করেছে। এই শিক্ষকের কঠিন শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে।'
এফএস/আরআই