এইমাত্র
  • ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ
  • আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা মারা গেছেন
  • শাহবাগে বেলুনে গ্যাস ভরার সময় আগুনে দগ্ধ ৫
  • বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর
  • হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী
  • আজ থেকে আমি জয় বাংলা বলব: কাদের সিদ্দিকী
  • 'অন্যায় করলে শাস্তি পাব' গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি
  • আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
  • গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ
  • আজ রবিবার, ২৩ চৈত্র, ১৪৩১ | ৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    সালিশি বৈঠকে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম

    সালিশি বৈঠকে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম

    চট্টগ্রামের কর্ণফুলীতে সালিশি বৈঠকে মোঃ সোহানুর রহমান রোকন (২৫) নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

    শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার চরলক্ষ্যা (২নম্বর ওয়ার্ড) চৌ-রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহানুর রহমান রোকন ওই এলাকার বর্তমান ইউপি সদস্য নুর মোহাম্মদ মেম্বারের ছেলে। রোকন উপজেলা ছাত্রদলের রাজনীতি করত বলে জানা যায়। আহত রোকন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলার ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

    আহত রোকনের পিতা ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, শুক্রবার তারাবি নামাজের পরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি সালিশি বৈঠক হয়। সেখানে আমি ও আমার ছেলে উপস্থিত ছিলাম। বৈঠকের শেষের দিকে স্থানীয় মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক ভাড়াটিয়ারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য মাথায় ছুরিকাহত করে। আমার ছেলের মাথায় এখন পর্যন্ত ১৩টি সেলাই হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ইউপি সদস্য আহত রোকনের পিতা নুর মোহাম্মদ মেম্বার।

    এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, রোকন উপজেলা ছাত্রদলের একজন সক্রিয় সদস্য। তার উপর পরিকল্পিত হামলা চালিয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। সে ছাত্রদলের রাজনীতি করত বলে এর আগেও তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়েছে। আমরা জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

    এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…