যশোরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে বশ করে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ মার্চ) শহরের চৌরাস্তার একটি পরিত্যক্ত ভবনের মধ্যে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারীর মা কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। ঘটনার সাথে জড়িত অজ্ঞাত রিকশাচালককে আটকে পুলিশের অভিযান শুরু হয়েছে।
মামলার বাদী ওই নারীর মা এজাহারে বলেছেন, তার মেয়ে ঝিকরগাছার একটি জুট মিলে চাকরি করে। শনিবার সকালে জুট মিল থেকে বের হয়ে যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামের নিজ বাড়িতে আসার জন্য এক রিকশাচালককে ঠিক করে। রিকশায় ওঠার পর ওই রিকশাচালক তার মেয়ের মুখের সামনে কী যেন একটা ধরেন। এরপর থেকেই তার মেয়ে রিকশাচালকের কথায় বশ হয়ে যায়। পরে ওই রিকশাচালক তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে শহরের চৌরাস্তায় পদ্মারানীর পরিত্যক্ত ভবনের ভেতরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যান। 'শয়তানের নিশ্বাস' দিয়ে বশ করে ওই রিকশাচালক তার মেয়েকে ধর্ষণ করেছে বলে তার দাবি। অভিযুক্তের নাম ঠিকানা তার জানা নেই।
যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিল ব্রেথ’ নামের রাসায়নিক ব্যবহার করে ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত রিকশাচালককে আটক করতে পুলিশের অভিযান চলছে।
এনআই