এইমাত্র
  • সরকারি হস্তক্ষেপে বিমানের টিকিট মূল্য কমলো ৭৫ শতাংশ
  • ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল
  • রোহিঙ্গা শনাক্তে ইসিকে ডাটা দেবে ইউএনএইচসিআর
  • সংস্কার বিষয়ে কাল এলডিপির সঙ্গে বসছে ঐকমত্য কমিশন
  • নতুন টাকায় থাকছে না ব্যক্তির ছবি: অর্থ উপদেষ্টা
  • ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে
  • তিন শিশুকে বলৎকার চেষ্টার অ‌ভি‌যো‌গে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
  • মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড
  • বাজিতপুরে আগুনে দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
  • গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
  • আজ বৃহস্পতিবার, ৬ চৈত্র, ১৪৩১ | ২০ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, ইমাম কারাগারে

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

    টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, ইমাম কারাগারে

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম

    চাঁদপুরের ফরিদগঞ্জে টাকার লোভ দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত নজির আহমেদ (৫০) নামে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে।

    ঘটনার শিকার শিশুটির পরিবারের কেউ থানায় অভিযোগ না দেওয়াতে অভিযুক্তকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুুলিশ।

    উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র ও মসজিদের সভাপতি মামুন মিয়া ঘটনাটি গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শনিবার (১৫ মার্চ) ভুক্তভোগী শিশুটির জবানবন্ধীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে আলোচনা ও সমালোচনায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

    এলাকাবাসীর সূত্রে জানা যায়, উঃ ধানুয়া গ্রামের একটি মসজিদে ইমামতি করেন নজির আহমেদ। ঘটনার দিন সন্ধ্যায় শিশুটি তার অন্যান্য সহপাঠিদের সাথে খেলা করছিল। শিশুটিকে টাকার লোভ দেখিয়ে অভিযুক্ত ওই ইমাম তার নিজ কক্ষে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা থানায় জানালে অভিযুক্ত ইমাম নজির আহমেদকে আটক করে পুলিশ।

    শিশুটির পরিবারের সদস্যরা বক্তব্য দিতে রাজি না হওয়াতে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, স্থানীয়রা অভিযুক্ত ইমামকে নিয়ে একটি সালিশি বৈঠকে বসেছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমি থানা পুলিশকে জানালে পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

    বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থল থেকে নজির আহমেদ নামে ওই ইমামকে থানা হেফাজতে নিয়ে আসছি। পরবর্তিতে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ না পাওয়াতে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…