নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মতিন সড়ক চিশতিয়া বেকারীর সামনে নীলাচল পরিবহনের কর্মচারী এবং বিএনপির নেতাদের মধ্যে মারামারি সংগঠিত হয়েছে। এতে অন্তত ৮ জন আহত হয়।
শনিবার (১৫ মার্চ) রাত ১০টার সময় মিজমিজি উত্তর পাড়া বাইতুন নাজাত জামে মসজিদের সামনে নীলাচল পরিবহনের ডিপোতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ১২ মার্চ নীলাচল পরিবহনের একটি বাস পার্কিং করার সময় চিশতিয়া বেকারি সংলগ্ন বায়তুন নাজাত জামে মসজিদের ওয়ালের সাথে লেগে ওয়ালের কিছু অংশ ভেঙ্গে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে বায়তুত নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি হাসান মাহমুদ পাটোয়ারী নীলাচল পরিবহনের পরিচালক আব্দুল হাশেমকে (৫০) ফোন করে বিষয়টি মীমাংসার জন্য আসতে বলে। ফোন পেয়ে আব্দুল হাসেম এবং নীলাচল পরিবহনের গাড়ির মালিক বিল্লাল হোসেন, হিসাব রক্ষক হাসান মাহমুদ সজীবসহ চিশতিয়া বেকারীর সামনে আসলেই টিটু, ফিরোজ, রোকন, শামসু, ইসমাইলসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন তাদের উপরে হামলা করে।
এই ঘটনার জেরে রাতে নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাইনুর ইসলাম বাবু ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব টুটুল ও স্বেচ্ছাসেবক দল নেতা পাপ্পু, ফিরোজসহ ১০০ থেকে ১৫০ লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ পরিবহন শ্রমিকের উপর আক্রমণ করে কুপিয়ে আহত করে। উক্ত ঘটনায় দুই দফা মারামারিতে উভয় পক্ষের প্রায় ৭ থেকে ৮ জন আহত হয়ে প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতাল এবং খানপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। উভয় পক্ষের চারটি বাড়িতেও আক্রমণ ও ভাঙচুর হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নীলাচল পরিবহনের কর্তব্যরত ফোরম্যান আবুল হাশেম সময়ের কন্ঠস্বরকে জানান, আমাদের গাড়ি আসার সময় মসজিদের লাইট ও কার্নিশ ভেঙে যায়। আমরা মিস্ত্রি এনে লাইট ঠিক করতে গেলে মসজিদ কমিটির সভাপতি মাহমুদ হাসান পাটোয়ারীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার পক্ষ হয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব টুটুলের লোকজন আমাদের উপর অতির্কত হামলা করে। এসময় আমি সহ হাসান মাহমুদ, আবু সিদ্দিক, বিল্লাল হোসেন, ফারুক, লায়েট নামে ৬ জন আহত হয়েছি। এরপর আমরা ঘটনাস্থল থেকে চলে আসি। স্বেচ্ছাসেবকদলের নেতা মমিনুর রহমান বাবু তার অনুসারীদের নিয়ে শনিবার বিকেলে আমার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পে সই নিয়েছে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ করেন নীলাচলের ফোরম্যান আবুল হাশেম।
স্বেছাসেবকদল নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব মমিনুর রহমান বাবু সময়ের কন্ঠস্বরকে জানান, আমার কোন লোকজন চাঁদাবাজির সাথে জড়িত নয় বরং আমরা চাঁদাবাজি ও অন্যায়ের প্রতিবাদ করছি।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ টহল রয়েছে বলে জানান তিনি।
সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন আলম জানান সময়ের কন্ঠস্বরেকে জানান, মারামারি বিষয়ে এখন পযন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এআই।আরআই