চট্টগ্রামের রাউজান উপজেলায় এক যুবদল কর্মীকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার খবর পাওয়া গেছে। হত্যাকাণ্ডের শিকার সেই যুবদল নেতার নাম কমর উদ্দিন টিটু (৩২) বলে জানা গেছে।
শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নে আমির হাটে বাজারে এই ঘটনা ঘটে। নিহত ওই যুবদল নেতা হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের মো. আলীর ছেলে।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১২টার দিকে তার মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাচ্ছি। জেনে বিস্তারিত জানানো যাবে।
এআই