এইমাত্র
  • আরাকান আর্মির হাতে জিম্মি ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি
  • মানিকগঞ্জ ভাস্কর্য শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন
  • জাতিসংঘ ও ন্যাটোতে প্রায় সব তহবিল বাতিল করতে পারে ট্রাম্প প্রশাসন
  • বাউফলে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
  • এবার সৌদি আরবের জন্য খুলছে ইউরোপের দ্বার
  • পররাষ্ট্র দপ্তরের বাজেট অর্ধেক কমানোর পরিকল্পনা ট্রাম্পের
  • এবার ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করলেন বাইডেন
  • হাসপাতালে কিংবদন্তী অভিনেতা জাভেদ, অবস্থা গুরুতর
  • প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ দেখে ফেলায় স্বামীকে হত্যা
  • ছেলেকে বাঁচাতে গিয়ে মা আহত, উভয়ের হাতের কবজি বিচ্ছিন্ন
  • আজ বুধবার, ৩ বৈশাখ, ১৪৩২ | ১৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু, বিক্ষোভ-ভাঙচুরে আহত ২০

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৩৬ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৩৬ পিএম

    গাজীপুরে দুর্ঘটনায় নারী শ্রমিকের মৃত্যু, বিক্ষোভ-ভাঙচুরে আহত ২০

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৩৬ পিএম

    গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সাবিনা আক্তার (২৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়।

    এ ঘটনার প্রতিবাদে শ্রমিক ও স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে, এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

    সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাবিনা আক্তার ময়মনসিংহ জেলার ফুলপুর থানার খালসাইদ ফুনা গ্রামের বাসিন্দা রাব্বির স্ত্রী।

    স্থানীয়রা জানান, ইফতারের পর “গোল্ডেন রিপিট” নামে একটি কারখানা খোলা থাকলে সাবিনা ইফতার শেষে কারখানার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

    নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় উত্তেজিত শ্রমিক ও জনতা কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

    সংঘর্ষের সময় উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে ব্যাপক গাড়ি ভাঙচুর চালায়, এতে অনেক যাত্রী আহত হন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পুলিশের সঙ্গে যোগ দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

    জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “শ্রমিক নিয়ন্ত্রণের সময় বহিরাগতরা সুযোগ নিয়ে কারখানায় ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে, এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।”

    এ ঘটনায় এখনো কোনো মামলা হয়েছে কি না’ বা কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…