সাভারে ভেজাল শিশু খাদ্য তৈরী ও ভেজাল বোতলজাত সয়াবিন তেল তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় কারখানা দুটির মালিক পাওয়া না যাওয়ার কারনে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে, কারখানা দুটির বিপুল পরিমাণ ভেজাল মালামাল জব্দ করে জনসম্মুখে তা পড়িয়ে ধ্বংস করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করে ভ্রম্যমান আদালত।
সোমবার (১৭ মার্চ) সকাল থেকে সাভারের বাড্ড ভাটপাড়ার সুমন ফুড প্রোডাক্টস ও মাহফুজা এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানা দুটি অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানা দুটিতে ভেজাল শিশু খাদ্য ও ভেজাল বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। যা ওই কারখানা দুটিতেই উৎপাদন করা হয়েছে।
অভিযান পরিচালনার খবরে কারখানা দুটির মালিক-কর্মচারীরা পালিয়ে যাওয়ার কারনে কোন জরিমানা বা কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, কারখানা দুটি সিলগালা করে উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে এবং জনসাধারণের সামনে ভেজাল শিশু খাদ্য ও ভেজাল বোতলজাত সয়াবিন তেল ধ্বংস করা হয়েছে।
এনআই