এইমাত্র
  • খাগড়াছড়ির রামগড়ে স্কুলছাত্রী অপহরণের চেষ্টা, আটক ২
  • শাকিব খানের ছবি ছাড়া প্রেক্ষাগৃহে দর্শক আসছে না: তানহা তাসনিয়া
  • শিক্ষার্থী কম থাকায় এইচএসসির ১৩ কেন্দ্র বাতিল
  • পঞ্চগড়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে
  • মাদারীপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যার অভিযোগ
  • নাবিক ও এমওডিসি নেবে নৌবাহিনী, পদ ৪০০
  • গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
  • আসন্ন ঈদুল ফিতরে লম্বা ছুটি, কবে থেকে কত দিন
  • টিসিবির জন্য ২৭৩ কোটি টাকার ডাল-তেল ক্রয় প্রস্তাব অনুমোদন
  • ঢাকায় না এসে ইতালি ফিরে গেলেন ফাহমিদুল
  • আজ মঙ্গলবার, ৪ চৈত্র, ১৪৩১ | ১৮ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    চাঁদপুরে বাড়ির ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:০৯ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:০৯ এএম

    চাঁদপুরে বাড়ির ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:০৯ এএম

    চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পূর্ব চিতোষী ইউনিয়নের মনিপুর গ্রামের একটি বাড়ির ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত ৮টার পর মরদেহ উদ্ধার করে পুলিশ।

    নিহত আলমগীর হোসেন (৩৫) একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। জানা যায়, আলমগীর ২ সন্তানের জনক।

    মরদেহ উদ্ধার করা বাড়িটি প্রবাসী আবুল হোসেন নামে এক ব্যক্তির। তার স্ত্রী খোদেজা বেগম জানান, তার দেবর নজরুল ইসলাম হঠাৎ চিৎকার শুরু করে, বাড়িতে চোর ঢুকেছে এবং চোরের দল ছাদ থেকে পাশের গাছ বেয়ে নেমে গেছে।

    এরপর তিনি বাড়ির ভেতরের সিড়ি দিয়ে ছাদে উঠে দেখেন, এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এমন দৃশ্য দেখার পর দ্রুত থানা পুলিশকে জানানো হয়। রাতেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

    ওই নারী জানান, সন্ধ্যার আগেই ছাদে উঠার সিড়ির গেইট বন্ধ করে দেয়া হয়। তবে ছাদের আশপাশে কিছু গাছ আছে। যা দিয়ে ছাদে উঠানামা করা যায়।

    শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মরদেহের পরিচয় পাওয়া গেছে। হত্যাকাণ্ডের শিকার আলমগীর হোসেনকে গরু জবাইয়ে ব্যবহৃত ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    পুলিশ নিহতের মুঠোফোনের কললিষ্ট দেখে ঘাতকদের সনাক্ত করার চেষ্টা করছে। কাউকে আটক করা হয়েছে কি না তা স্পষ্ট করে জানাননি এই কর্মকর্তা।

    নিহত আলমগীর হোসেনের স্ত্রী তাসলিমা বেগম জানান, তার স্বামী এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের মাইকিং করে সংসার চালাতেন। কারও সঙ্গে তার বিরোধ ছিল কি না, তা তিনি জানেন না। তবে এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের খুব দ্রুত বিচার চান তিনি।

    এদিকে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ড নিয়ে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…