গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে মুখবাধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে মুখবাধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয় জনগন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো সময়ের কণ্ঠস্বরকে জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে, পরিচয় শনাক্তের জন্য সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে।
এআই