গাজীপুর মহানগর পূবাইলে ৮বছরের শিশু যৌন নিপীড়নের অভিযোগে শংকর চন্দ্র শীল (৫০) নামে এক নিপীড়নকারী কে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন। অভিযুক্ত শংকর পূবাইল সাতানীপাড়া এলাকার হরিষ চন্দ্র শীলের ছেলে এবং পেশায় একজন সেলুন দোকানী।
মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পূবাইল থানা এলাকার পূবাইল কলেজ গেইট সোলায়মান মার্কেটে অবস্থিত বাদীর বড় বোন রওশনারার টেইলার্সের দোকানের পাশে সিঁড়ির নিচে গিয়ে বাদীর মেয়ের গোপনাঙ্গ সহ শরীরের বিভিনস্থানে হাত দিয়ে যৌন হয়রানী করে।
পরে বিষয়টা জানা জানি হলে শংকরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী শিশুর মা।
এ ব্যাপারে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমিরুল ইসলাম বলেন, ঘটনা উল্লেখ করে এক শিশুর মা ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে রাতেই পূবাইল বাজার থেকে তাকে গ্রেফতার করি। আজ মঙ্গল বার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআর