মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত ১টি চুনা কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানাটি গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারখানাটি প্রতি মাসে প্রায় ৬০ লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার করা হতো।
মঙ্গলবার (১৮ মার্চ) এগারোটা থেকে দুইটা পর্যন্ত উপজেলার বাউশিয়া মানাবে নামক পার্কের বিপরীত পাশে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ফজলে ওয়াহিদ।
তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম যতদিন পর্যন্ত অবৈধ সংযোগ থাকবে আমরা ততদিন পর্যন্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করব। এছাড়া যেসব ব্যক্তি এর সাথে জড়িত কিভাবে আইনের আওতায় আনা যায় সে ব্যবস্থা করব। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস।
এআই