এইমাত্র
  • ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন ২ ফায়ার ফাইটার: মহাপরিচালক
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
  • দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহারের চাল পাঠাল অন্তর্বর্তী সরকার
  • দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম সোনার
  • ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫
  • নিজ গ্রামেই পাকিস্তান বিমানবাহিনীর বোমা হামলা, নিহত অন্তত ৩০
  • আবারও আইসিসির কাছে নালিশ করল পাকিস্তান
  • রাকসু নির্বাচন পেছাল
  • জুলাই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হলেন ‘ছাগল-কাণ্ডের’ ইমরান
  • টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
  • আজ মঙ্গলবার, ৮ আশ্বিন, ১৪৩২ | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মেঘনার বাজারগুলোতে মুরগী ড্রেসিংয়ে অতিরিক্ত চার্জ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম

    মেঘনার বাজারগুলোতে মুরগী ড্রেসিংয়ে অতিরিক্ত চার্জ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন বাজারে মুরগি কিনলে ড্রেসিং (পরিষ্কার-পরিচ্ছন্ন) করাতে অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা এটিকে ময়লা ফেলার খরচ হিসেবে দেখালেও স্থানীয় ভোক্তারা এই বাড়তি চার্জকে অন্যায় বলে মনে করছেন।

    স্থানীয় ক্রেতা মো. সৈকত বলেন, আমি মানিকারচর বাজারের একটি দোকান থেকে মুরগি কিনতে গিয়েছিলাম, কিন্তু দোকানদার ড্রেসিং বাবদ আমার কাছ থেকে ২০ টাকা অতিরিক্ত নিয়েছেন। আমার প্রশ্ন হলো, যদি প্রতি মুরগির জন্য ১০-২০ টাকা করে নেওয়া হয়, তাহলে প্রতিদিন ১০০ মুরগি বিক্রির মাধ্যমে একেকজন ব্যবসায়ী অতিরিক্ত ২,০০০ টাকা আয় করছেন। মাস শেষে এ হিসাব দাঁড়ায় ৪০-৫০ হাজার টাকায়। মুরগির ব্যবসায় স্বাভাবিকভাবেই লাভ থাকে, কিন্তু ক্রেতাদের ওপর এই বাড়তি চার্জ কেন চাপানো হবে?

    তিনি আরও বলেন, বাজারে নির্দিষ্ট ময়লা ফেলার ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীদেরই অতিরিক্ত খরচ বহন করতে হয় বলে আমাকে জানিয়েছেন। তবে এই দায় পুরোপুরি ক্রেতাদের ওপর চাপানো কতটা যৌক্তিক, সেটিই এখন সাংবাদিক ও প্রশাসনের কাছে আমার প্রশ্ন।

    এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস সময়ের কণ্ঠস্বরকে বলেন, বাজারের নিয়ম-কানুন সবার জন্য স্বচ্ছ ও গ্রাহকবান্ধব হওয়া উচিত। ক্রেতারা যাতে ন্যায্য দামে পণ্য কিনতে পারেন, সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। বাজার ব্যবস্থাপনা আরও উন্নত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

    স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ ধরনের অতিরিক্ত চার্জ বন্ধ হবে এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…