এইমাত্র
  • আজই গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হতে পারে: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
  • ইকুয়েডরের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা
  • ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচের গুঁড়া ছিটালেন স্ত্রী
  • ইহুদিদের উৎসবের জন্য ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল
  • একলাফে সোনার দাম ভরিতে বাড়ল ৬৯০৫ টাকা
  • ‘বিলিয়নিয়ার’ ক্লাবে রোনালদো
  • এনআইডি জালিয়াতির স্বর্গরাজ্য কক্সবাজার!
  • কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
  • আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশে এলো যুক্তরাষ্ট্র নৌ-বাহিনীর জাহাজ
  • আজ বৃহস্পতিবার, ২৩ আশ্বিন, ১৪৩২ | ৯ অক্টোবর, ২০২৫
    দেশজুড়ে

    মেঘনার বাজারগুলোতে মুরগী ড্রেসিংয়ে অতিরিক্ত চার্জ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম

    মেঘনার বাজারগুলোতে মুরগী ড্রেসিংয়ে অতিরিক্ত চার্জ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন বাজারে মুরগি কিনলে ড্রেসিং (পরিষ্কার-পরিচ্ছন্ন) করাতে অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা এটিকে ময়লা ফেলার খরচ হিসেবে দেখালেও স্থানীয় ভোক্তারা এই বাড়তি চার্জকে অন্যায় বলে মনে করছেন।

    স্থানীয় ক্রেতা মো. সৈকত বলেন, আমি মানিকারচর বাজারের একটি দোকান থেকে মুরগি কিনতে গিয়েছিলাম, কিন্তু দোকানদার ড্রেসিং বাবদ আমার কাছ থেকে ২০ টাকা অতিরিক্ত নিয়েছেন। আমার প্রশ্ন হলো, যদি প্রতি মুরগির জন্য ১০-২০ টাকা করে নেওয়া হয়, তাহলে প্রতিদিন ১০০ মুরগি বিক্রির মাধ্যমে একেকজন ব্যবসায়ী অতিরিক্ত ২,০০০ টাকা আয় করছেন। মাস শেষে এ হিসাব দাঁড়ায় ৪০-৫০ হাজার টাকায়। মুরগির ব্যবসায় স্বাভাবিকভাবেই লাভ থাকে, কিন্তু ক্রেতাদের ওপর এই বাড়তি চার্জ কেন চাপানো হবে?

    তিনি আরও বলেন, বাজারে নির্দিষ্ট ময়লা ফেলার ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীদেরই অতিরিক্ত খরচ বহন করতে হয় বলে আমাকে জানিয়েছেন। তবে এই দায় পুরোপুরি ক্রেতাদের ওপর চাপানো কতটা যৌক্তিক, সেটিই এখন সাংবাদিক ও প্রশাসনের কাছে আমার প্রশ্ন।

    এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস সময়ের কণ্ঠস্বরকে বলেন, বাজারের নিয়ম-কানুন সবার জন্য স্বচ্ছ ও গ্রাহকবান্ধব হওয়া উচিত। ক্রেতারা যাতে ন্যায্য দামে পণ্য কিনতে পারেন, সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। বাজার ব্যবস্থাপনা আরও উন্নত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

    স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ ধরনের অতিরিক্ত চার্জ বন্ধ হবে এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…