বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী/২ আহসান হাবীবের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন প্রকৌশল বিভাগের সকল কর্মচারী। মঙ্গলবার দুপুর দুইটার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আখাউড়া প্রকৌশল বিভাগের মো. ওমর ফারুক,বিজন কুমার মন্ডল, মো. মহিউদ্দিন লিটন।
বক্তারা বলেন, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী/২ আহসান হাবীব স্যারকে নিয়ে চলতি মাসের ১৬ তারিখ একটি জাতীয় পত্রিকায় " রেলওয়ের প্রকৌশলী আহসানের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। তা কেবল মাত্রই উদ্দেশ্যপ্রনীত ভাবে করা হয়েছে। এসময় বক্তারা আরও বলেন, তিনি আখাউড়াতে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালনকালে অত্যন্ত সৎ ও নিষ্ঠার সাথে চাকরি করেছেন। আমরা স্যারকে খুব কাছ থেকেই দেখেছি তিনি অত্যন্ত সৎ ছিলেন। উনার বিরুদ্ধে এরকম মিথ্যা সংবাদের তীব্র নিন্ধা ও প্রতিবাদ জানাই। এসময় আখাউড়া রেলওয়ে জংশন প্রকৌশল বিভাগের শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।
এসআর