কিশোরগঞ্জে কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ নং লতিবাবাদ ইউনিয়ন।
মঙ্গলবার (১৮ মার্চ) কিশোরগঞ্জ সদর উপজেলার ২ নং লতিবাবাদ ইউনিয়নের বড় ভাগ এমদাদুল উলুম আলীম মাদ্রাসায় এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ২ নং লতিবাবাদ ইউনিয়নের সভাপতি মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদের ইমাম উলামার সভাপতি মাওলানা নুরুল আমিন হুসাইনি, বিশেষ অতিথি আবুল হাসান খোকন, আলহাজ্ব মফিজ উদ্দিন, মাসুদ হুসাইন নূর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোদ্ধা আশরাফ আলী সোহান প্রমুখ। এতে সঞ্চালনা করেন, হযরত মাওলানা মুফতি ইউসূফ আল মাহমুদ ও মোঃ হেলাল উদ্দীন।
এসআর