এইমাত্র
  • ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ফ্রান্স
  • দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
  • ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা
  • নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ
  • এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো
  • ড. ইউনূসের নিউইয়র্ক সফর, পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ–বিএনপির
  • এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বেলজিয়াম
  • কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
  • ব্যালন ডি'অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে
  • ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন ২ ফায়ার ফাইটার: মহাপরিচালক
  • আজ মঙ্গলবার, ৮ আশ্বিন, ১৪৩২ | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য উদ্দেশ্য পুরণ হয়নি, মুফতি মাসুম বিল্লাহ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম

    স্বাধীনতার কাঙ্খিত লক্ষ্য উদ্দেশ্য পুরণ হয়নি, মুফতি মাসুম বিল্লাহ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:০৯ পিএম

    নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ৫৪ বছর অতিবাহিত হয়ে গেছে। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলাম আমরা ওই লক্ষ্য উদ্দেশ্য পুরোপুরি অর্জন করতে পারি নাই। আমরা শোষন-জুলুম থেকে, নির্যাতন থেকে রেহাই পেতে এবং ভোটের অধিকারের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছিলাম। যে জাতি ৯ মাস যুদ্ধ করার পরে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র পেয়েছিল, ওই জাতিকে স্বাধীনতার পরে যারাই ক্ষমতার আসনে আসীন হয়েছেন তারা নানান প্রতিশ্রুতির ফুলঝুড়ি দিয়ে আমাদের সরলমনা মুসলমান ভাই-বোনদেরকে তাদের পক্ষে নেয়ার পর নির্বাচনী বৈতরণী পাড় হয়ে তাদের কথা ভুলে গিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়েছেন। আখের গোছোতে গিয়ে আঙ্গুল ফুলে বটগাছ হয়ে গিয়েছেন।

    মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া মেডিকেলের মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ২নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের গণ ইফতার মাহফিল ও ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এসময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, বিগত স্বৈরাচারের আমলে এদেশের ব্যাংকগুলো লুট করে বিদেশে পাঁচার করে দিয়েছেন। আমাদের রেমিটেন্স যোদ্ধারা বাহিরে গিয়ে কষ্ট করে শ্রম দিয়ে বাংলাদেশে টাকা পাঠায় আর বাংলাদেশের কিছু কুলাঙ্গার নেতা আমাদের দেশের টাকা চুরি করে বিদেশে পাঁচার করে দেয়। সুতরাং এই অসহনীয় যন্ত্রনা থেকে যদি পরিত্রান পেতে চান তাহলে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। কোরআন সুন্নাহর কোন বিকল্প নেই। একজন আদর্শবান নেতার বিকল্প নেই। আমরা জানি পীর সাহেব চরমোনাই একজন আদর্শবান নেতা। যিনি ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। ৫ আগষ্টের আন্দোলনে ছাত্র-জনতার পাশে দাড়িয়ে ভুমিকা রেখেছিলেন। দেশকে দূর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, মাদক এবং ইভটিজিং মুক্ত করতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ, ২নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মোহাম্মদ ইসমাঈল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রহিমউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সহ-সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ লড়াকু, সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ রিদওয়ান আহমদ, ডা. মুহাম্মদ সাইফুল ইসলাম, মাও. হাবিবুল্লাহ মিসবাহ, মো: রহমত উল্লাহ, মো: খালেদ সাইফুল্লাহ সানভীর, মো: মাহমুদুল হাসান আপেল, মো: মোমেন ইসলাম, মো: জোবায়ের হোসেন সাঈদ, মাও. হেমায়েত উদ্দিন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাজহারুল হক ময়ুর, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি মো: আরিফ ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, ২নং ওয়ার্ড খেলাফত মজলিসের সভাপতি ক্বারী হাসমত আলী ও মো: মাজাম্মেল হক প্রমূখ।

    এসময় মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…