পিরোজপুরের মঠবাড়িয়ায় পঁচা গলা অজ্ঞাত গলাকাটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের জনৈক মিরাজ মিয়ার এর পরিত্যক্ত বাড়ির বাগান থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানাপুলিশ। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে মিরাজ মিয়া বাড়ির বাগানে স্থানীয়রা গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ হালিম উপস্থিত হয়ে লাশ পঁচা -গলা, চেহারা বিকৃত আবস্থায় বাগানে দেখতে পেয়ে উদ্ধার করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ
আব্দুল্লাহ আল মামুন জানান, ২৫/৩০ বয়সী ওই নারীর প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বুধবার লাশের ময়না তদন্ত করার জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে।
এনআই