এইমাত্র
  • সরকারি হস্তক্ষেপে বিমানের টিকিট মূল্য কমলো ৭৫ শতাংশ
  • ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল
  • রোহিঙ্গা শনাক্তে ইসিকে ডাটা দেবে ইউএনএইচসিআর
  • সংস্কার বিষয়ে কাল এলডিপির সঙ্গে বসছে ঐকমত্য কমিশন
  • নতুন টাকায় থাকছে না ব্যক্তির ছবি: অর্থ উপদেষ্টা
  • ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে
  • তিন শিশুকে বলৎকার চেষ্টার অ‌ভি‌যো‌গে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
  • মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড
  • বাজিতপুরে আগুনে দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
  • গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
  • আজ বৃহস্পতিবার, ৬ চৈত্র, ১৪৩১ | ২০ মার্চ, ২০২৫
    শিক্ষাঙ্গন

    বাকৃবিসাসের ভ্রাতৃত্বের ডাকে এক ছাদের নিচে বিশ্ববিদ্যালয়ের সব সংগঠন

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:১১ পিএম
    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:১১ পিএম

    বাকৃবিসাসের ভ্রাতৃত্বের ডাকে এক ছাদের নিচে বিশ্ববিদ্যালয়ের সব সংগঠন

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:১১ পিএম

    পবিত্র রমজান উপলক্ষে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে। এসময় বাকৃবিসাসের ডাকে এক ছাদের নিচে বাকৃবি শাখা ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, রোভার স্কাউট, রোটার‌্যাক্ট ক্লাবসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

    মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সভাকক্ষে এই আয়োজন করা হয়।

    বিকেল ৫টা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা এবং ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ এই আলোচনা সভায় অংশ নিতে শুরু করেন।

    এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহ‌যোগী ছাত্র বিষয়ক উপ‌দেষ্টা অধ‌্যাপক ড মোহাম্মদ সাইফুল্লাহ, দায়িত্বপ্রাপ্ত কোষাধ‌্যক্ষ অধ‌্যাপক ড হুমায়ূন ক‌বির,‌শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক অধ‌্যাপক ড মো আসাদুজ্জামান সরকার, সহকারী প্রক্টর অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, প্রশাস‌নিক কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং বাকৃবিসাসের সদস্যরা।

    আলোচনা সভায় নেতৃবৃন্দরা জানান, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের দর্পণ। তাদের মাধ্যমে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা ও সমাধান গণমাধ্যমে উঠে আসে। তবে জাতির কাছে যেন ভুল তথ্য না যায়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। গণতান্ত্রিক উপায়ে সবাইকে এগিয়ে যেতে হবে, যাতে কোনো বৈষম্য সৃষ্টি না হয়। এছাড়াও তার‌া বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নের জন্য প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলো একত্রে কীভাবে কাজ করতে পারে, সে বিষয়েও বিস্তর আলোচনা করেন। প‌াশাপা‌শি তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিও তুলে ধরেন।

    ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক জানান, “রমজান অত্যন্ত ফজিলতপূর্ণ ও সংযমের মাস। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আমরা এই এক মাস সংযমের যে প্রশিক্ষণ গ্রহণ করি, তা পরবর্তী মাসগুলোতেও প্রয়োগ করতে হবে, যাতে আমরা মিলেমিশে বসবাস করতে পারি। একসময় কথা বলার ক্ষেত্রে উপর থেকে নির্দেশনা দেওয়া হতো—কী বলতে হবে আর কী বলতে হবে না। তবে এখন আর তা নেই। আমাদের আগামী কার্যক্রমের গতি বাড়ানোর জন্য এবং পারস্পরিক সহিষ্ণুতা বজায় রাখার লক্ষ্যে আমরা সবাইকে সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করছি।

    এনআই

    সম্পর্কিত:

    শেকৃবিতে শিবিরের গণ কুরআন উপহার কর্মসূচি

    রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গণ কুরআন উপহার  কর্মসূচির আয়োজন করেছে শেকৃবি ছাত্রশিবির। ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশন-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই  অনুষ্ঠানে প্রায় ১২ শত শিক্ষার্থীর মাঝে  কুরআন  প্রদান করা হয়।বুধবার (১৯ মার্চ) বিকাল ৩ টায় 'ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কুরআন উপহার কর্মসূচি' শিরোনামে ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথক বুথ থেকে এই কুরআন উপহার কর্মসূচি পালিত হয়।ছেলে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এবং মেয়ে শিক্ষার্থীদের বদরুদ্দোজা চৌধুরী গবেষণাগারের সামনে থেকে কুরআন প্রদান করা হয়।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান বলেন, আমরা যেহেতু বাংলাদেশ ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছি সেটাকে সামনে রেখেই এই উপহারটি সকলের মাঝে বিতরণ করেছি। আমাদের হিসেব মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরনের সাহিত্য অধ্যায়ন করে, কিন্তু তাদের জন্য যে কুরআন অবতীর্ণ করা হয়েছে তা তারা অনুধাবন করতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০ ভাগ শিক্ষার্থীর কাছে কুরআন নেই। কুরআন থাকলেও তাদের কাছে যে কুরআন এর একটি সরল অনুবাদ থাকা দরকার সেটিও তাদের কাছে নেই। আমরা সেই অনুধাবন এর জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের জন্য মহান আল্লাহ তায়ালার দেয়া বিশেষ উপহার যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিল হয়েছেন সেটি উপহার দেয়ার।এনআই

    শিক্ষার্থীদের টিফিনের টাকায় পথশিশুদের ঈদের পোশাক

    টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত পথশিশুদের নতুন পোশাক উপহার দিয়েছেন শিক্ষার্থীরা। আসন্ন ঈদ আনন্দ পথশিশুদের মধ্যে ভাগাভাগি করে নিতেই তাদের এই উদ্যোগ।দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি মাসে একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে ঈদের হাসি ফুটছে ছিন্নমূল শিশুদের মুখে।বুধবার (১৯ মার্চ) বিকেলে লাল সবুজ উন্নয়ন সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিমের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। এই কর্মসূচি আসন্ন ঈদ উপলক্ষে দেশজুড়ে বিভিন্নস্থানে পালন করার কথা জানিয়েছে সংগঠনটির সদস্যরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং সংগঠনের উপদেষ্টামন্ডলীসহ অতিথিদের উপস্থিতিতে সুবিধাবঞ্চিত পথ শিশুদের হাতে ঈদের নতুন জামা উপহার দেওয়া হয়।এ সময় লাল-সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি  সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী  জিয়া উদ্দিন আয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামসুল আলম, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূইয়া,  সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা ও সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা। জিয়া উদ্দিন আয়ান বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘ  সংগঠনটির সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই নতুন জামা উপহার দিচ্ছেন। আগামী সাত দিনে ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দিবেন তারা।লাল-সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত ১৪ বছর ধরে টিফিনের টাকা বাঁচিয়ে সুুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ ও ঈদের নতুন পোশাক উপহার বিতরণ করে আসছেন তারা।এনআই

    ইবিতে নিরাপত্তা কর্মীদের সেহরি করালো ছাত্রদল

    কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে নিরাপত্তা রক্ষায় নিয়জিত গার্ডদের সেহরি করিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় প্রায় ৩০ জন নিরাপত্তা কর্মীর মাঝে সেহরি বিতরণ করতে দেখা যায়। বুধবার (১৯ মার্চ) সেহরির আগে ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও বিভিন্ন ফটকে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সেহরি বিতরণ করে ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভ, রাকিব হাসান সাক্ষর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নির্দেশনায় এ কর্মসূচি পালন করেন।এসময় ছাত্রদলের আহবায়ক কমিটি সদস্য নূর উদ্দিন বলেন, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে আমরা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ক্যাম্পাসে দায়িত্বরত আনসার সদস্যদের মাঝে সেহরি বিতরণ করেছি। ঈদের ছুটিতে আমরা বাড়ি ফিরে গেলেও, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে মামারা দিনরাত নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁদের ত্যাগ ও পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা শুধু সেহরি বিতরণই করিনি, বরং তাঁদের পরিবারের খোঁজ-খবরও নিয়েছি। এই বছর ইফতার আয়োজনের মতো, আগামীতে আরও বৃহৎ পরিসরে সেহরি আয়োজনের পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ইবি ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।এসআর

    ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১৯ মার্চ) প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থীর করা রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শিশির মনির।এর আগে ৮ ফেব্রুয়ারি এ পরীক্ষা হয়। এরপর ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন।রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে ২০ ফেব্রুয়ারি দেওয়া ওই আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে।পাশাপাশি এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।এমআর-২

    গাজায় হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বাহিনী কতৃক নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ওই দখলদার ইসরায়েল চার শতাধিক ফিলিস্তিনি ভাইবোনকে হত্যা করেছে। এটা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে হয়েছে। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। বক্তারা আরও বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে মনে করবেন না। মূলত বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলী বাহিনীর হামলার শিকার। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবৈধ দখলদার ইসরায়েল স্বাধীন ফিলিস্তিনের উপর হামলা করে আসছে। তারা শুধু যুদ্ধবিরতিই লঙ্ঘন করেনি, পুরো গাজা উপত্যকা দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে। সাহরিরত ফিলিস্তিনিদের উপর হামলার মধ্য দিয়ে ইসরায়েল বিশ্ববাসীকে জায়ন পলিটিক্স বাস্তবায়নের বার্তা দিয়েছে। এটা বিশ্বমানবতার উপর আঘাত। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এই হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে। এআই

    গাজায় হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) দুপুরে ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা ইসরায়েলের বিরুদ্ধে নানা শ্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস। মিছিল শেষে সমবেতে মোনাজাতে গাজাবাসীর জন্য দোয়া-মোনাজাতে অংশ নেন শিক্ষার্থীরাএসময় সমাবেশে শিক্ষার্থীরা বলেন, "গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।" তারা আরও বলেন, "যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো স্পষ্টতই ইসরায়েলের আগ্রাসন নীতি প্রকাশ করে। আমরা মজলুমদের পক্ষে সবসময় প্রতিবাদ করে যাবো।"বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন।এআই

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…