এইমাত্র
  • ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন ২ ফায়ার ফাইটার: মহাপরিচালক
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
  • দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহারের চাল পাঠাল অন্তর্বর্তী সরকার
  • দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম সোনার
  • ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫
  • নিজ গ্রামেই পাকিস্তান বিমানবাহিনীর বোমা হামলা, নিহত অন্তত ৩০
  • আবারও আইসিসির কাছে নালিশ করল পাকিস্তান
  • রাকসু নির্বাচন পেছাল
  • জুলাই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার হলেন ‘ছাগল-কাণ্ডের’ ইমরান
  • টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
  • আজ মঙ্গলবার, ৮ আশ্বিন, ১৪৩২ | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    জুলাই আন্দোলনে হামলা

    জাবির ২৮৯ ছাত্রলীগের নেতাকর্মী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষক

    রুহুল ইসলাম, জাবি করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:২২ পিএম
    রুহুল ইসলাম, জাবি করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:২২ পিএম

    জাবির ২৮৯ ছাত্রলীগের নেতাকর্মী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষক

    রুহুল ইসলাম, জাবি করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:২২ পিএম

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া হামলায় মদদদাতার অভিযোগে ৯ জন শিক্ষককে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।

    উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে, যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে।

    তিনি বলেন, 'আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশি হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য-প্রমাণ সংগ্রহ করতে স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে।'

    এদিকে হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

    অন্যদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের কয়েকজন সদস্যর নামে থাকা স্থাপনার নাম বাতিলের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল এবং শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করা হবে বলে জানা গেছে। এছাড়া ১৫ জুলাইয়ের রাত জাবিতে কালোরাত হিসেবে ঘোষণা করা হয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    জবিতে বাস সংকট নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে শাটল ও নিয়মিত বাস বৃদ্ধি করার দাবি জানিয়েছে জবি শাখা ছাত্র অধিকার পরিষদ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. তারেক বিন আতিকের কাছে সংগঠনটির পক্ষ থেকে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনে বলা হয়, প্রতিদিনই শিক্ষার্থীরা পরিবহন সংকটের কারণে মারাত্মক সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে দুপুর ১টার সময়ে শাহবাগগামী শাটল বাসের সংখ্যা মাত্র একটি থাকায় প্রচুর শিক্ষার্থী আসন সংকটে পড়েন। এতে অনেককে দাঁড়িয়ে কিংবা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির তুলনায় বিদ্যমান বাসসংখ্যা একেবারেই অপর্যাপ্ত হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের ব্যক্তিগত বা বাণিজ্যিক পরিবহন ব্যবহার করতে হচ্ছে, যা তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। সংগঠনটি তাদের আবেদনে দুটি দাবি তুলে ধরে: ১. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক বাস বৃদ্ধি করতে হবে। ২. দুপুর ১টার সময় বিশেষভাবে শাহবাগগামী শাটল বাসের সংখ্যা বাড়াতে হবে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শাখা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সি, দপ্তর সম্পাদক কাজী আহাদ ও তৈমুর মুবিনসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতৃবৃন্দ।এনআই

    ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা কলেজে পানির ফিল্টার স্থাপন

    ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ফিল্টার স্থাপন করেছেন ছাত্রদল নেতা দেওয়ান ফজলে হাসান নিয়ন । সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের মুক্তমঞ্চে ফিল্টারটি উদ্বোধন করেন তিনি। এসময় ছাত্রদলের এই নেতা বলেন, “ ঢাকা কলেজে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে  এতসংখ্যক শিক্ষার্থীর চাহিদার তুলনায়  তাদের জন্য বরাদ্দকৃত সেবার পরিমাণ খুবই সীমিত। ক্যাম্পাসে নিরাপদ এবং সুপেয় পানির ব্যবস্থার যথেষ্ট ঘাটতি রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যেনো নির্ভিগ্নে নিরাপদ এবং বিশুদ্ধ পানি পান করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা কলেজের প্রসাশনিক ভবন সংলগ্ন স্থানে একটি অত্যাধুনিক পানির ফিলটার স্থাপন করার উদ্যেগ নিয়েছি। ফিলটারটি উন্মুোক্ত স্থানে স্থাপন করার ফলে সাধারণ শিক্ষার্থীসহ সাধারণ পথচারীও সহজেই তাদের বিশুদ্ধ পানি পান করার চাহিদা পূরন করতে পারবেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের উন্নয়ন এবং তাদের সেবার স্বার্থে কাজ করে। দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হচ্ছে ছাত্রদলের মূখ্য উদ্দেশ্য। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরণের ইতিবাচক কার্যক্রমের ধারাবাহিকতা অতিতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, ক্যাম্পাসে পানির স্বল্পতা ও বিশুদ্ধ পানির সংকট একটি বড় সমস্যা ছিল। এখন থেকে সহজেই ফিল্টারের মাধ্যমে সুপেয় পানি পাওয়া যাবে।এফএস

    রাকসু নির্বাচন পেছাল

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।এতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপুর্ব উদ্ভুত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ্য করে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়।এজন্য দুটি কারণ উল্লেখ করেছে রাবি প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচী চলছে এবং নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপর্যুক্ত বিবেচনায় নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহনমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী ২৫ সেপ্টেম্বর তারিখের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছে।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।রবিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী, অধ্যাপক সরওয়ার্দী এক বছরের জন্য প্রক্টরের দায়িত্ব পালন করবেন। তিনি ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তার নতুন কার্যভার গ্রহণ করবেন।এই নিয়োগে তাকে প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাও দেওয়া হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।এসকে/আরআই

    অক্টোবরের মধ্যেই আবাসন ভাতার দাবি জবি ছাত্রদলের

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানিয়েছে।সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটির নেতারা।সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা জানান, আবাসন ভাতা শিক্ষার্থীদের অধিকার, কোনো আবদার নয়। এই দাবিকে সামনে রেখে দেয়াল লিখন, প্রচার-প্রচারণা, প্রতিবাদ কর্মসূচি এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হবে।তারা আরও বলেন, আমাদের দাবি অনুযায়ী, আবাসন ভাতার ন্যূনতম ৭০% অবশ্যই কার্যকর করতে হবে এবং অনতিবিলম্বে অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এই ভাতা পৌঁছে দিতে হবে। দাবি মানা না হলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচিতে যাবে।সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, 'জুলাই মাসে যেভাবে আবাসন ভাতার কথা বলা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। আমরা স্পষ্টভাবে অক্টোবরের মধ্যেই ভাতা চাই।'জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা জকসু চাই। এর পাশাপাশি মানবাধিকার ও মিডিয়া সম্পাদকসহ আরও কিছু গুরুত্বপূর্ণ পদ সংযুক্ত করার প্রস্তাবও দিয়েছি।'সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, 'আবাসন ভাতা সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। আমরা যমুনা থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলাম। পাশাপাশি, ফ্রি মেডিকেল সেবা প্রদানের ব্যবস্থাও করেছি।'এসআর

    ডাকসু নির্বাচনে আমি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি: আবিদ

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। সোমবার (২২ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের নানা অনিয়মের বিষয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।আবিদ বলেন, ‘নির্বাচনে ভোটার চিহ্নিত করার জন্য যে মারকার পেন ব্যবহার করা হয় তা অস্থায়ী হওয়ায় একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কি না তা নিয়ে সংশয়ে আছে ছাত্রদল। নির্বাচনের ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপা হয়েছে তা প্রকাশ করা হয়নি। এ নিয়ে সব অভিযোগ স্পষ্ট। এটাকে আড়াল করার সুযোগ নেই।’ তিনি আরও বলেন,  এই নির্বাচনকে বৈধতা দেয়ার কোনো সুযোগ তাদের নেই। ছাত্রদল চাইলে এই বিষয়ে বড় আন্দোলন করতে পারতো। পূর্বের রাজনৈতিক সংস্কৃতি ভেঙে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে চলছে ছাত্রদল।’ছাত্রদলের এই ভিপি প্রার্থী বলেন, ‘ নির্বাচনের নানা অভিযোগ নিয়ে লিখিত আবেদন জানানোর পরও আমাদের এড়িয়ে চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের চারদিন পর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, পোলিং এজেন্টদের বাছাই প্রক্রিয়ায় অস্বচ্ছতা, আইডি কার্ড যথাসময়ে দেয়া হয়নি। পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে ভোট নেয়া হয়।’আরডি
    Loading…