এইমাত্র
  • ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ফ্রান্স
  • দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
  • ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা
  • নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ
  • এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো
  • ড. ইউনূসের নিউইয়র্ক সফর, পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ–বিএনপির
  • এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বেলজিয়াম
  • কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
  • ব্যালন ডি'অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে
  • ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন ২ ফায়ার ফাইটার: মহাপরিচালক
  • আজ মঙ্গলবার, ৮ আশ্বিন, ১৪৩২ | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ডিসির পাশে বিস্ফোরক মামলার আসামি, খুঁজে পায় না পুলিশ!

    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:৪৪ পিএম
    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:৪৪ পিএম

    ডিসির পাশে বিস্ফোরক মামলার আসামি, খুঁজে পায় না পুলিশ!

    মো. আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:৪৪ পিএম

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ইসমাইল হক অপু। এই ইউপি চেয়ারম্যান বিস্ফোরক ও চাঁদাবাজির একাধিক মামলার এজাহারনামীয় আসামি। পুলিশের খাতায় তিনি ‘পলাতক’।

    অথচ পরিষদে নিয়মিত অফিস করছেন। গত সোমাবার ওই ইউনিয়ন পরিষদ জেলা প্রশাসকের পরিদর্শন উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজন করেছেন তিনি। জেলা প্রশাসক আব্দুস সামাদকে পলাতক আসামি ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এ ঘটনার কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়। পুলিশ বলছে, ইউপি চেয়ারম্যান ইসমাইল হক তিনটি মামলার আসামি এর মধ্যে একটি মামলায় জামিন নিয়েছেন। এখনও দুটি মামলায় পলাতক।

    স্থানীয়দের অভিযোগ, নাচোলে এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান নিয়মিত পরিষদে আসলেও খুঁজে পাচ্ছে না পুলিশ। তাদের অভিযোগ পুলিশ কার্যত নিজের দায়িত্ব পাশ কাটিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী বিস্ফোরক মামলার আসামিকে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ করে দিচ্ছে। পুলিশ সক্রিয় থাকলে একজন পলাতক আসামি জেলা প্রশাসককে প্রকাশ্যে ফুল দেয়ার দুঃসাহস দেখাতো না।

    বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেছেন, বিস্ফোরক মামলার আসামিকে পুলিশ খুঁজে পাচ্ছে না, তাহলে তিনি কীভাবে প্রকাশ্যে ডিসিকে ফুল দিলেন।

    নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেক রহমান বলেন, অপু একাধিক বিস্ফোরক মামলার আসামি। তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, অফিসেও আসছেন অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। এটা বিশ্বাসযোগ্য নয়।

    এ বিষয়ে জানতে চাইলে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন,ইউপি চেয়ারম্যান ইসমাইল হক তিনটি মামলার আসামি এর মধ্যে একটি মামলায় জামিন নিয়েছেন। জানামতে এখনও দুটি মামলায় জামিন নেননি। গতকাল ডিসিকে ফুল দেওয়ার বিষটি জেনেছি। কিন্তু ডিসি স্যারের তো এটা জানার কথা নয়। ইউপি চেয়ারম্যান যে ডেভিল, একাধিক মামলার পলাতক আসামি ডিসি স্যারকে এটা ইউএনওর জানানো উচিত ছিল। ওসি আরো বলেন, ইউপি চেয়ারম্যান অপুকে ধরতে তার বাসায় একাধিবার রেড দেয়া হয়েছে। রাতে তিনি বাড়িতে থাকেন না। দিনের বেলায় মাঝে মধ্যে চুরি করে ইউনিয়ন পরিষদে আসেন।

    এ প্রসঙ্গে জানতে চাইলে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার জানান, পলাতক আসামির বিষয়ে থানা থেকে ব্যবস্থা নেয়া উচিত। আমার মনে হয়, এ বিষয়ে ওসি ভালো বলতে পারবেন। ওই ইউপি চেয়ারম্যানের নামে হওয়া মামলার তথ্য ওসি আমাদের জানালে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…