এইমাত্র
  • সরকারি হস্তক্ষেপে বিমানের টিকিট মূল্য কমলো ৭৫ শতাংশ
  • ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল
  • রোহিঙ্গা শনাক্তে ইসিকে ডাটা দেবে ইউএনএইচসিআর
  • সংস্কার বিষয়ে কাল এলডিপির সঙ্গে বসছে ঐকমত্য কমিশন
  • নতুন টাকায় থাকছে না ব্যক্তির ছবি: অর্থ উপদেষ্টা
  • ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে
  • তিন শিশুকে বলৎকার চেষ্টার অ‌ভি‌যো‌গে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
  • মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড
  • বাজিতপুরে আগুনে দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
  • গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
  • আজ বৃহস্পতিবার, ৬ চৈত্র, ১৪৩১ | ২০ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    মির্জাপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:২৬ এএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:২৬ এএম

    মির্জাপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:২৬ এএম

    টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের শপথ বাক্য পাঠ করান মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের একমাত্র উপদেষ্টা এ.বি.এম আরিফুল ইসলাম।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি সোহেল মোহসীন শিপন ( প্রথম আলো ) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ( নয়া দিগন্ত ) সঞ্চালনায় ইউএনও এবিএম আরিফুল ইসলাম ছাড়াও সহকারী কমিশনার (ভূমি) মাসুদর রহমান, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা প্রমুখ বক্তব্য রাখেন।

    এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াহিয়া খান মারুফ, সেক্রেটারি আবুল কাশেম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ, সিঙ্গাপুর প্রবাসী লাভু মৃধাসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটির কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জহিরুল ইসলাম শেলী (ভোরের কাগজ), যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ (বারবেলা), কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক শিলা আক্তার (ভোরের পাতা), কার্যনির্বাহী সদস্য সালাহ উদ্দিন আহমেদ (দেশকথা), শামসুল ইসলাম সহিদ (সমকাল) নিরঞ্জন পাল (জনকণ্ঠ)।

    রাতে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাতে দলের শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে প্রেসক্লাবে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক স্থানীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…