নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ, ঈদের আগে শ্রমিকদের বেতন বাতা পরিশোধ করা সহ বেশ কিছু দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ।
বুধবার (১৯ মার্চ) দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। এতে নেতৃবৃন্দরা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবের কাছেও বলেছে সামনের বছরের জুনের দিকে নির্বাচন হতে পারে। আমরা বলতে চাই নুন্যতম সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে তারিখ ঘোষনা করতে হবে। এই সরকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পারছেনা, দ্রব্য মুল্য নিয়ন্ত্রন করতে পারছেনা।
আমরা দ্রুত ক্ষমতা হস্তানাতর করে নির্বাচনের দাবি জানাচ্ছি। এসময় বক্তারা ধর্ষণকারীদের দ্রুত বিচারও দাবি করেন। বিক্ষোভ সমাবেশ থেকে নারী ধর্ষণ নির্যাতন বন্ধ, ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধেরও দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিষ্ট লীগ জেলা সম্পাদক অধ্যাপক নিপেন্দ্রনাথ বাড়ৈ।
বক্তব্য রাখেন, কমিউনিষ্ট লীগ বরিশাল মহানগর সদস্য আমিনুর রহমান খোকন, কমিউনিষ্ট পার্টির জেলা সভা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাসদ জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্ত্তী সহ আরো অনেকে। পরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসআর