বরিশাল উত্তর জেলার গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়াকে দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
ওই বিবৃতিতে উল্লেখ করা হয়, আপনার বিরুদ্ধে দলবল নিয়ে গৌরনদী পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে পৌরসভার কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারকে মারধরের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী এ ধরণের কর্মকান্ড করার কারণে আপনাকে গত ১৬ মার্চ ২০২৫ তারিখে ২৪ ঘন্টা সময় দিয়ে ‘কারণ দর্শানো নোটিশ’ দেয়া হলেও আপনি নোটিশের কোন জবাব দেননি।
শুধু তাই নয়, নোটিশ প্রাপ্তির পর আপনি আবারও দলবল নিয়ে গিয়াস উদ্দিন খন্দকারের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর গ্রহণের মতো ধৃষ্টতা দেখিয়েছেন। উল্লিখিত অভিযোগ সমূহের ভিত্তিতে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে অব্যাহতি দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ১১ মার্চ টিসিবির মাল নিয়ে দলীয় প্রভাব খাটানোয় বাধা দেয়ায় বরিশালের গৌরনদী পৌরসভায় ঢুকে কর্মচারী গিয়াস উদ্দিন খন্দকারের ওপর হামলার অভিযোগ উঠে বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়ার বিরুদ্ধে। যা নিয়ে সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ করা হলে এর চার দিন পরে ১৬ মার্চ তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই নোটিশের জবাব না দেওয়ায় অবশেষে ফরিদ মিয়াকে অব্যহতি দেওয়া হলো।
এসআর/আরআই