ময়মনসিংহের ফুলপুরে একটি নকল জুসের কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে যৌথবাহিনী ও ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলার আনোয়ারখিলা গোদারিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। স্থানীয় সূত্রে জানা গেছে,ওই কারখানায় নিম্নমানের উপকরণ দিয়ে নকল জুস ও স্যালাইন তৈরি করে বাজারজাত করতেন তিনি
অভিযানে জুস বানানোর মেশিন ও জুস তৈরির নিম্নমানের উপকরণ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয় এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক অভিযান ও অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
এনআই