ব্রাহ্মণবাড়িয়ায় মূল্য তালিকা না থাকার অভিযোগে দুই চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৯ মার্চ) দুপুরে সদরে পৌর এলাকার আনন্দবাজারে এই জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘ইতিপূর্বে কয়েকটি অবৈধ চালকলে অভিযান চালানো হয়েছে।
বাজার স্থিতিশীল রাখতে অভিযানে নেমেছে টাস্কফোর্স। প্রাথমিকভাবে সতর্কতা হিসেবে অল্প জরিমানা করা হয়েছে। পরবর্তীতে মজুদ আইনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান কালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক সরোয়ার আমিন, খাদ্য পরিদর্শক রামিম পাঠান ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক এস. এম. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এনআই