চট্টগ্রামের রাউজানে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আগুন দেওয়া হয়েছে পাঁচটি মোটরসাইকেলে।
বুধবার(১৯ মার্চ ) সন্ধ্যায় উপজেলার নোয়াজিষপুর মদন চৌধুরী বাড়ি জামে মসজিদ মাঠে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এই সংঘর্ষ পাশের ইউসুফ খাঁ’র দিঘি এলাকায় ছটিয়ে পড়ে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে, গুলিবিদ্ধ যুবদল কর্মীর নাম মোহাম্মদ কাইয়ুম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অংগসংগঠনের ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করেছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারীরা। ইফতারের আগে সেই অনুষ্ঠানে বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।
গোলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী ফোরকান সিকদার বলেন, ‘আমাদের ইফতার মাহফিলে গিয়াস গ্রুপের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। মাওলানা দিদার, চশমা দিদার ও সেলিম আমাদের ৫-৬ জনকে আহত করে। এ সময় আমাদের এক কর্মী গুলিবিদ্ধ হয়।
অন্যদিকে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীর মধ্যে দিাদারুল আলম এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন। আমরা চিকদাইর ইউনিয়নে দলীয় ইফতার মাহফিলে যাওয়ার সময় গোলাম আকবর খান্দকারের চিহ্নিত সন্ত্রাসী ফোরকান সিকদার হামলা চালায়। আমরা পালিয়ে রক্ষা পাই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিককভাবে জানতে পেরেছি, খন্দকার গ্রুপের ইফতার মাহফিল ছিল। সেটিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে আহত কাউকে পায়নি। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে যাওয়া পুলিশ সদস্যরা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার আলামত পেয়েছে।
এনআই