এইমাত্র
  • ঢাকার ফ্ল্যাট ইস্যুতে লন্ডনে আবারও আলোচনায় টিউলিপ
  • আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা মারা গেছেন
  • শাহবাগে বেলুনে গ্যাস ভরার সময় আগুনে দগ্ধ ৫
  • বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর
  • হজ ভিসা শুরু, নিশ্চয়তায় ১০ হাজার হজযাত্রী
  • আজ থেকে আমি জয় বাংলা বলব: কাদের সিদ্দিকী
  • 'অন্যায় করলে শাস্তি পাব' গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমণি
  • আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
  • গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহত: জাতিসংঘ
  • আজ রবিবার, ২৩ চৈত্র, ১৪৩১ | ৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    শরীয়তপুরে হিজবুত তাওহীদের ৪ নারী সদস্য আটক, মুচলেকায় মুক্তি

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৭:৫১ পিএম
    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৭:৫১ পিএম

    শরীয়তপুরে হিজবুত তাওহীদের ৪ নারী সদস্য আটক, মুচলেকায় মুক্তি

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৭:৫১ পিএম

    শরীয়তপুরের জাজিরা উপজেলায় হিজবুত তাওহীদের প্রচার চালানোর সময় চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাদের থানায় নেওয়া হলেও পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

    বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজির হাট এলাকায় তারা লিফলেট ও বই বিতরণ করছিলেন।

    আটককৃতরা হলেন—শরীয়তপুর সদর উপজেলার তুলাসার এলাকার সুমন আহমেদের স্ত্রী মিতু আক্তার (২৫), পশ্চিম সোনামুখির রেজাউল সরদারের মেয়ে ডলি আক্তার (১৯), তুলাসারের মোস্তাকিন হোসেন মিরাজের স্ত্রী তমা রহমান (১৮) এবং নড়িয়া উপজেলার নসাশন এলাকার আমজাদ হোসেনের স্ত্রী মাকসুদা বেগম (৪০)।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কাজির হাট এলাকায় কয়েকজন নারী হিজবুত তাওহীদের লিফলেট ও বই বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা বাধা দেন এবং ওই চার নারীকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

    জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, “স্থানীয়দের আপত্তির মুখে ওই নারীদের আমরা থানায় নিয়ে আসি। পরে যাচাই-বাছাই করে এবং অভিভাবকদের জিম্মায় মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

    স্থানীয়দের দাবি, হিজবুত তাওহীদের প্রচার কার্যক্রম নিয়ে এলাকায় আগে থেকেই উদ্বেগ রয়েছে। তারা মনে করেন, সংগঠনটির কার্যক্রম সন্দেহজনক ও বিতর্কিত। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক নারীদের কাছ থেকে পাওয়া লিফলেট ও বই পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    এ ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…