ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্য ১২০ বোতল ফেন্সিডিল ও একটি সিএনজি জব্দসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়নের মোহাব্বতপুর এলাকায় জনৈক চেরাগ আলীল বাড়ির সামনে পাকা রাস্তার উপর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এসআই (নিরস্ত্র) মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে। তবে পাহাড়পুর ইউনিয়নের মোহাব্বতপুর এলাকার চেরাগ আলীল বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে দুইজনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হওয়া একটি সিএনজি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে মো. পারভেজ মোশারফ (২৪), মির্জাপুর পূর্বপাড়া হাজারী বাড়ির স্বপন হাজারীর ছেলে কেশব হাজারী (৩২)।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী জানান, উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক তালিকা মূলে জব্দ করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
এআই