রাজবাড়ীতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার রাজবাড়ী পাসপোর্ট অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এঘটনা ঘটে বলে ।
নিহত বাইসাইকেল আরোহী ওই কিশোরের নাম তাফসিরুল ইসলাম (১৪)। সে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার ফরিয়াগ্রামের সাদ্দাম হোসেনের ছেলে। বর্তমানে সে আলাদিপুর বেদে পল্লীর বাসিন্দা ছিলেন।
নিহত ওই কিশোরের চাচা মোঃ জাকিরুল ইসলাম জানায়, আমরা বেদে সম্প্রদায়ের মানুষ বেশ কিছুদিন হলো রাজবাড়ীর আলাদিপুর এলাকায় এসেছি। আমারা বিভিন্ন এলাকায় গিয়ে সাপ খেলা দেখিয়ে টাকা উপার্জন করি। আমার ভাতিজা তাফসিরুল ঈদের জন্য একটি প্যান্ট কিনেছিলো। সেটা একটু বড় হওয়ায় ইফতারের পর সাইকেল চালিয়ে আলাদিপুর বাজারে দর্জির দোকানে এসেছিলো ঠিক করতে। ফেরার পথে পেছন থেকে আসা কুষ্টিয়াগামি একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। ট্রাকটি আটকের চেষ্টা অব্যহত।রয়েছে।
এনআই