দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পৌর ও উপজেলা শাখা, প্রচার ও মিডিয়া বিভাগ শাখার আয়োজনে সাংবাদিকদের সন্মানে
বিরামপুরে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিরামপুর আর্দশ হাইস্কুল মিলনায়তনে বিরামপুর উপজেলা প্রচার ও মিডিয়া সভাপতি এম এহসানুল হকের সভাপতিত্বে সাংবাদিকদের সন্মানে বিরামপুরে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী'র
আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল ও বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম প্রমূখ।
এসময় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এনআই