গাজীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বাঘের বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। এটি আয়োজন করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসলাম উদ্দিন।
বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল বাতেন বিএসসির সভাপতিত্বে এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল সরকারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী ও সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম সিনহা, কাউসার আহমেদ মোল্লা, ইউনুস আলী নছ মিয়া, আমিনুল ইসলাম স্বপন, বদিউজ্জামান, মঞ্জুরুল আলমসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এআই