আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ একটা দল। দলের ভেতরে যারা বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটি গাড়ি- এর ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ নয়। এসব জিনিস বুঝতে হবে। কাজেই জোর করে অনেক কথাই বলা যায়।
শুক্রবার সন্ধ্যায় রংপুর সফরে এসে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, সবাইকে বুঝতে হবে বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ইচ্ছেমতো যা তা করবো- যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছিল। দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন, কাউকে জোর করে নির্বাচনে আনবেন, কাউকে জোর করে বাদ দেবেন- এ রকম নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না। এ রকম করলে দেশে স্থিতিশীলতা আসবে না। এটা করলে দেশ সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছে। পুলিশ বাহিনী তাদের মনোবল হারিয়েছে, এখনও কাজে ফিরতে পারছে না। এর জন্য বর্তমান সরকার দায়ী।
জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাবধান বাণীতে সতর্ক হতে না পারলে দেশের জন্য বড় ক্ষতি হতে পারে বলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে দেশে অপরাধের প্রবণতা ও বেকারত্বের সংখ্যা বাড়বে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জি এম কাদের বলেন, যদি দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে না আনতে পারেন তাহলে ক্ষমতা ছেড়ে চলে যান।
এ সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সহসভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এফএস