বরিশালের আগৈলঝাড়ায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর আওতায় গাভী পালনকারী খামারীদের মাঝে বিনামূল্যে ৮টি গ্রাস চপিং (ঘাস কাটা) মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের কম্পাউন্ডে ঘাস কাটা মেশিন বিতরণ অনুষ্ঠান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মো. রাফিউল আলম নাঈম, উপসহকারী প্রানিসম্পদ অফিসার মাহমুদ হোসেন বখতিয়ার, খামারী রেখা রানী দাস, রুবিনা বেগম, মহাসীন শাহ সহ অন্যান্যরা। শেষে খামারীদের মাঝে ঘাস কাটা মেশিন বিতরণ করেন ।
এমআর