রাজধানীর কেরানীগঞ্জে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জুবায়ের হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় বাবু খান(২৮) গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০-১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২২মার্চ) দুপুর দিকে শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জুবায়ের হোসেনের লাশ উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের বড়ভাই স্বপন হোসেন ও তার বন্ধুরা জানান, শুভাঢ্যা উত্তরপাড়া মহিলা মাদ্রাসা পুকুরপাড়ে মোল্লা ফারুক বাহিনীর সাথে বালু ব্যবসায়ী জুবায়ের হোসেনের দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ধরে। শনিবার সকালে হুমকি দিয়ে হঠাৎ দুপুরে মোল্লা সন্ত্রাসী বাহিনী জুবায়ের ওপর হামলা চালায়।
এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। মোল্লা গ্রুপের লোকজন গুলি, বোমা ও ধারালো অস্ত্র নিয়ে পুরো পুরো এলাকা জিম্মি করে। এ সময় জুবায়ের হোসেনকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে রাম দা দিয়ে কপিয়ে গুলি করে হত্যা করে।
এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া পুকুরপাড় এলাকায় সংঘর্ষে ঘটনায় জুবায়ের হোসেন নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনআই