এইমাত্র
  • ‘জিততেই হবে বন্ধু’, তামিমের জন্য যুবরাজ-মালিঙ্গা-তিওয়ারির প্রার্থনা
  • সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে: তারেক রহমান
  • ঈদের আগে ছুটির ২ দিনেও খোলা থাকবে ব্যাংক
  • কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল মেহেরপুরে গ্রেফতার
  • বান্দরবানে ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানের আত্মহত্যা
  • জরুরি অবস্থা জারির প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রের সিনিয়র সচিব
  • হার্ট অ্যাটাকের ৬টি লক্ষণ এবং যা করবেন
  • চকরিয়ায় পুলিশের অভিযানে ৩ ডাকাত আটক
  • কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল মেহেরপুরে গ্রেফতার
  • আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি: হাসনাত
  • আজ মঙ্গলবার, ১১ চৈত্র, ১৪৩১ | ২৫ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:০৫ পিএম
    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:০৫ পিএম

    কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

    ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৯:০৫ পিএম

    কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

    শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মুমুুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে। নিহত আশিক খাঁ (২২) মুমুুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে।

    ঘটনার পরে নিহতের লাশ নিয়ে উপজেলা সদরে বিচার চেয়ে এক প্রতিবাদ মিছিল বের করা হয়৷

    জানা যায়, চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজেট এডহক কমিটি নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী এ্যাটর্নী জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ গুরুতর আহত হয়।

    এর মধ্যে আশিক খাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়ত হোসেন রঞ্জন মিয়াকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম হাসপালে ভর্তি করা হয়। আহত বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন৷

    এর আগে শনিবার দুপুরে চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটিতে নাম নিয়ে অভিযোগের ভিত্তিতে ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক লোকমান মুন্সী ও সেকশন অফিসার আহাদ খানের নেতৃত্বে একটি তদন্ত টিম প্রতিষ্ঠানে আসে। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী ও ওসি তদন্তের উপস্থিতে স্কুল মাঠে তদন্তের কাজ শুরু করে। একটি পক্ষের নাম নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও উপজেলা বিএনপির সহ সভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হলে এক পর্যায়ে সংঘর্ষ হয়।

    কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন সময়ের কন্ঠস্বরকে বলেন, কেউ ব্যাক্তিগত স্বার্থের জন্য দলের নাম নিয়ে কোন অপকর্মে লিপ্ত হলে দল তার দায় নিবেনা৷ এই ঘটনায় যারাই জড়িত থাকুক আমরা তার বিচার চাই এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷

    কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত হাবিবুল্লাহ খান বলেন, এ ঘটনায় এ্যাডভোকেট আলী হায়দার ও হান্নান নামে দুজনকে আটক করা হয়েছে। আইনি পদক্ষেপ চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে৷

    হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন একজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…