গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে পোষাক শ্রমিকরা।
আজ রবিবার (২৩ মার্চ) সকাল ৭ টা ৩০ মিনিটের সময় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড এর প্রায় ১৩শ শ্রমিক বকেয়া বেতন, বোনাসসহ বিভিন্ন পাওনাদির দাবিতে প্রায় ১ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে সকাল ৮ টা ৩০ মিনিটের সময় সেনাবাহিনী ও শিল্প পুলিশের যৌথ অভিযানে আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়। পরে আন্দোলনরত শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেয়।
ফিনিশিং আয়রনম্যান মাহবুব আলম বলেন, প্রায় ২ মাসের বকেয়া বেতন, বোনাস সহ আমাদের পাওনাদি পরিষদ করে দিলে আমরা চলে যাবো। দ্রুত সময়ের মধ্যে আমাদের পাওনা বুঝিয়ে দেক।
সহকারী আয়রনম্যান রুবেল হায়দার বলেন, একাধিকবার সময় ও তারিখ দেয়ার পরেও আমাদের পাওনা বুঝিয়ে দেয়া হয় নি। আমরা কবে পাওনা পাবো আমাদের জানা নেই।
সুইং অপারেটর বাদশা মিয়া বলেন, সামনে ঈদ। ঈদের আগে ফেক্টরির গেটে আমাদের পাওনা টাকা বুঝিয়ে না দিয়েই ফেক্টরি বন্ধের নোটিশ ঝুলিয়ে দিছে। তবে বিষযয়ে কারখানা কর্তৃপক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, আন্দোলনরত শ্রমিকদের সাথে আলোচনা হয়েছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবি