বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নে জহুরা খাতুন (৭৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ মার্চ) বিকেলের দিকে কালমেঘা ইউনিয়নের বিষখালী নদী সংলগ্ন দক্ষিণ কুপধন এলাকায় ভুট্টা খেত ওই নারীর মরাদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নারী বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আ. মান্নানের স্ত্রী।
জহুরা খাতুনের মেয়ে চম্পা বেগম বলেন, ‘১৮ মার্চ বাড়ি থেকে আমার মা বের হয়। ওইদিন বিকেলে অপর একজনের ফোন থেকে বাড়িতে ফোন দিয়ে জানায় তিনি পাথরঘাটা কালমেঘা আসছে, তাকে নিয়ে কোন চিন্তা করতে নিষেধ করেন। আমরা ওই সময়ই বাড়িতে আসতে বললেও আসেনি। পরে খবর পেলাম মায়ের লাশ ভুট্টা খেতে। তার মায়ের লাশ সনাক্ত করেছেন বলেও জানান তিনি।’
পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক ইয়াকুব হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা।
এনআই