জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে অসহায় ও দুস্থ ২৫০ জন মানুষের মাঝে শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুনের নিজ অর্থায়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, আরও উপস্থিত ছিলেন, পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক রিপন দেওয়ান, জালাল ও যুবনেতা নুর ইসলাম দেওয়ান সহ প্রমূখ
আলাউদ্দিন আল মামুন বলেন, আমি আমার এলাকাবাসীর জন্য কাজ করতে চাই এবং বিশেষ করে যারা সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদ এলেই আমি চেষ্টা করি আমার এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে সাধ্যমতো ঈদ উপহার বিতরণ করতে। শীতকাল কিংবা অন্যান্য দুর্যোগেও আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।” তিনি সমাজের বিত্তবানদের এই ধরনের কাজে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।
এমআর