এইমাত্র
  • জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত
  • ঈদের দিনেও গাজায় ই’রায়েলি হামলা, নিহত ৬৪
  • ঈদে মুসলিমদের শুভেচ্ছা জানাল পুতিন
  • বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
  • আতশবা‌জি ফোটাতে গিয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
  • সাত বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ
  • সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা
  • লন্ডনের কিংসমেডাও খোলা মাঠে ঈদের নামাজ পড়লেন তারেক রহমান
  • ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
  • কালিয়াকৈর চন্দ্রায় ১৬ বছর পর ঈদযাত্রায় স্বস্তি
  • আজ সোমবার, ১৭ চৈত্র, ১৪৩১ | ৩১ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    হিলির প্রধান সড়কের বেহাল দশা, ভোগান্তিতে পথচারীরা

    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম
    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম

    হিলির প্রধান সড়কের বেহাল দশা, ভোগান্তিতে পথচারীরা

    মো. আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম

    দিনাজপুরের হিলির প্রধান সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারনে ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাক, বাস, অটোচালকসহ পথচারীদের। বিশেষ করে বর্ষার সময় কাঁদা এবং শুকনো মৌসুমে ধুলোবালিতে নাকাল হিলিবাসী। রাস্তায় পথচারীদের চলাচলের জন্য মাঝে মাঝে ইট বিছিয়ে দেওয়া হলেও তা আরো বিপদের কারন হয়ে দাড়িয়েছে। এতে করে রোগীরা পড়ছেন বেশি বিপাকে। ভ‚মি অধিগ্রহণ সমস্যা কাটিয়ে উঠলেই দ্রæত কাজ শুরু হবে বলছেন উপজেলা প্রশাসন।

    হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট পর্যন্ত ফোর লেন সম্পর্ন হলেও হিলি চারমাথা থেকে হিলি মহিলা কলেজ পর্যন্ত ভ‚মি অধিগ্রহণ সমস্যার কারনে বন্ধ আছে কাজ। হিলি থেকে জয়পুরহাট হয়ে ঢাকা যাওয়ার একমাত্র সড়ক এটি। ইট বিছিয়ে রাস্তাটি মাঝে মাঝে দিনাজপুর সড়ক ও জনপদ থেকে সংস্কার করে থাকে। এতে করে প্রতিদিন ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। তবে কাঁদার হাত থেকে কিছুটা রক্ষা পেলেও শুকনো মৌসুমে ধুলোবালিতে নাকাল হয় পথচারীরা। রাস্তার ছোট-বড় গর্তের কারনে ঈদ যাত্রায় বড় ধরনের সমস্যায় পড়তে হবে যাত্রীদের।

    কথা হয় কয়েকজন পথচারীসহ কয়েখজন অটো ও বাস-ট্রাক চালকের সাথে। তারা বলেন, রাস্তার বেহাল দশার কারনে তারা ঠিক মত গাড়ি চালাতে পারে না। ছোট-বড় গর্তের কারনে প্রায় সময় ঘটে দূর্ঘটনা। স্কুলগামী শিক্ষার্থী এবং রোগীদের চলাচল করতে বেশি অসুবিধা হয়। কোন সরকারই এই রাস্তার বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করেনি বলেও অভিযোগ তাদের।

    হিলি নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, হিলি স্থলবন্দর থেকে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও প্রধান সড়কটির বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি সরকার। সড়কটির বেহাল দশা নিয়ে বার বার বৈঠক করা হলেও আজ পর্যন্ত কোন সমাধান হয়নি বলে ক্ষোভ প্রকাশ তিনি।

    এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, হিলির ফোর ল্যানের কাজ কিছুটা শেষ হয়েছে, তবে হিলি চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত কাজ শেষ হয়নি। ভ‚মি অধিগ্রহণের কারনে কাজ বন্ধ আছে। ভ‚মি অধিগ্রহণ শেষে দ্রæত রাস্তার কাজ শুরু হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…