আশুলিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এর পক্ষ থেকে প্রায় ৪ হাজার মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে আশুলিয়ার শামসুল হক মডেল হাই স্কুলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সেমাই, পিয়াজ, চাল, চিনি ও তেল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, হাজী দেলোয়ার হোসেন মাসুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম, যুবদল নেতা নজরুল ইসলাম টিপু ও আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আহম্মেদ লিটনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসআর