পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকার দেড় শতাধিক পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী দিয়েছে দীঘিনালা সেনা জোন (৪ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় উপজেলার ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপকার ভোগীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি)।
তিনি বলেন, পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর মানুষের জন্য শান্তি, শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় প্রতিনিয়ত সোচ্চার সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় নানা সহযোগীতা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যায়ক্রমে সাধারণ মানুষের মাঝে সাধ্য অনুযায়ী সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও আর্ত মানবতার সেবার অংশ হিসেবে সেনাবাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন কর্তৃক ঈদ সামগ্রী পেয়ে খুশি হন উপকার ভোগীরা।
ঈদ সামগ্রী বিতরণের সময়, জোন উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান (পিএসসি), জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. আহনাফ হোসেন, কবাখালি ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম বদিউজ্জামান উপস্থিত ছিলেন।
এসআর